সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ

১১৪ জন সংবাদটি দেখেছেন
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথরিয়া ইউনিয়নে হাওর প্রয়াস ফাউন্ডেশনের উদ্যোগে ও রয়েল ক্যাফের সৌজন্যে সানরাইজ কিন্টার গার্টেন প্রাঙ্গণে সম্প্রতি শীতার্ত মানুষের মাঝে পাঁচশত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাওর প্রয়াস ফাউন্ডেশনের সভাপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই চৌধুরী শানু, সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী রিন্টুম, কোষাধ্যক পাপলু দত্ত।
আরও উপস্থিত ছিলেন, হাওর প্রয়াস ফাউন্ডেশনের সদস্য প্রসন্ন কুমার সিং, সমাজ সেবক নীহার দায়। এছাড়াও উপস্থিত ছিলেন রেজুয়ান খান, চেয়ারম্যান রফিনগর ইউনিয়ন পরিষদ, স্থানীয় মুরুব্বি ছোয়াব আলী, আব্দুল নুর কটাই মিয়া, তারা মিয়া, মোশাহিদ আলী প্রমুখ।